বিচারের কাঠগড়ায় ।। মুস্তফা হাবীব

 


যা দেখি সবই  মনে হয় নদীর জোয়ার ...
 অন্ধকারে হাঁটা - জোছনায় ভেজা
রৌদ্রে পোড়া - বৃষ্টিস্নান, সুর- সুরভি,সুনীল ছায়া। 

তবে সময় বলে দেবে কোনটি যথার্থ সুন্দর 
কখনও পাখির ডাকে শান্তি ও সুন্দরের আভাস
কখনও শুনি আসন্ন ঝড় তুফান প্রলয়ের ইঙ্গিত।

এখন আকাশে অবর্ণন মেঘের দাপট
পাষাণ পাথুরে স্বভাবে বেপরোয়া বিচিত্র গতি
তুমুল প্রতিবাদ - প্রতিরোধেও  নিস্তরঙ্গ নয়।

বিশ্বাস রাখি,বদলাবে অপয়া পাখির বেঢব সুর
যেভাবে বদলায় প্রকৃতির রূপ বৈচিত্র -  ছলাকলা, 
পাড় পাবেনা কেউ, আমি তুমি সে
সব চান্দুকেই দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ায়।

----------------------------
মুস্তফা হাবীব
কবিতা পার্ক, মডেল স্কুল রোড,
শরিকল, গৌরনদী, বরিশাল -৮২৩৩

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।