যা দেখি সবই মনে হয় নদীর জোয়ার ...
অন্ধকারে হাঁটা - জোছনায় ভেজা
রৌদ্রে পোড়া - বৃষ্টিস্নান, সুর- সুরভি,সুনীল ছায়া।
তবে সময় বলে দেবে কোনটি যথার্থ সুন্দর
কখনও পাখির ডাকে শান্তি ও সুন্দরের আভাস
কখনও শুনি আসন্ন ঝড় তুফান প্রলয়ের ইঙ্গিত।
এখন আকাশে অবর্ণন মেঘের দাপট
পাষাণ পাথুরে স্বভাবে বেপরোয়া বিচিত্র গতি
তুমুল প্রতিবাদ - প্রতিরোধেও নিস্তরঙ্গ নয়।
বিশ্বাস রাখি,বদলাবে অপয়া পাখির বেঢব সুর
যেভাবে বদলায় প্রকৃতির রূপ বৈচিত্র - ছলাকলা,
পাড় পাবেনা কেউ, আমি তুমি সে
সব চান্দুকেই দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ায়।
----------------------------
মুস্তফা হাবীব
কবিতা পার্ক, মডেল স্কুল রোড,
শরিকল, গৌরনদী, বরিশাল -৮২৩৩