খোলা শাওয়ারের নীচে এলিয়ে দিয়েছো তোমার অগোছালো শরীর,
রেকের ওপর থেকে তোমার সেলফোনে তখন
কসাইখানা জমে উঠেছে, জলের সাথে ভেসে যাচ্ছে তোমার অনিন্দ্য সুন্দর লজ্জা, রক্তের মতো
আহা! তোমাকে ছুঁয়ে ফেলার জন্য যে ছেলেটা
কবিতা লিখল, অথবা চিঠি
যে লোকটা জ্বরে রাত জাগল তোমার
মন্ত্রগুলো অন্তরে মাখবে বলে
সারারাত ভিজবে বলে তোমার আলোয়,
সেও দ্যাখো, ঘুমিয়ে গিয়েছে আজ
মৃতের মতন এক ঘোষনা রটিয়ে ।।