বলতে পারো? পৃথিবীর শেষ
কলমের কালির কতো হবে দাম,
অথবা সেই কালি দিয়ে লেখা
শেষ উপন্যাসের শিরোনাম ।
মৃত অক্ষর গুলো বন্দী আজ
কী বোর্ড এর কুঠুরীতে,
জীর্ণ লেখনী যোগ দিয়েছে
উদ্বাস্তুদের শিবিরে,নগরীর ফুটপাথে।
পাঞ্জাবির বুক পকেটে কলমের
কালির দাগ যায়নি এখনো মুছে,
শুধু ঝরনা কলম বোবা আজ
আগায় ধরেছে মরছে !