শারদ সুন্দরী ।। চন্দন কুমার রায়


ওগো এলোকেশী কাঙ্কে কলসী, 
শ্রেয়সী ষোড়শী রুপসী,  
এলে নদী তীরে শুভ্র কাশবনে।
ওগো শরতের শশী,
দেখে তোমার মোহিনী হাসি,
আমি পথভোলা চলেছি পথিক।
খ্যাপা পবণে দোলে কাশফুল,
উড়ে ওগো তোমার দীঘলকালো চুল,
তালে তালে নুপুর বাজে রাঙা চরণে।
আমি মেঠো রাখাল,
প্রেমের কাঙাল,
চাইলে না মোর পানে।
ওগো শারদ সুন্দরী, 
চুপে চুপে করে মন চুরি,
বাঁধলে মায়ার বাঁধনে।
হাতে লয়ে তাই পোঁড়া বাঁশরী, 
আমি অভাগা ছেড়ে ঘর বাড়ি,
পড়ে আছি প্রিয়ে সেই নিধুকাশবনে।।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post