কংকাল পড়ে রবে মাটির নিচে,তুমি জানো
হাওয়ার পাখি শূন্যে উড়ে যাবে, তুমি মানো।
তুমি জান,তুমি মান সব কিছু, কিন্তু তবু
যাঁর কাছে ফিরে যেতে হয়, ডাক না প্রভু।
কেন এমন অহংকার? কিসের এত বড়াই?
অর্থ, সম্পদ,বাড়ি,গাড়ি রূপ-এগুলো হুদাই!
মাটির পৃথিবী ছাড়তে হবে,মায়া,মমতা ফেলে
এসো মানুষের সাথে মিশে রই, হেসে-খেলে।