শেকল ছিঁড়তে
ছিঁড়তে এখন এতদূর। এত!
তবুও অম্লান কুয়াশা দ্যাখো
লেগে আছে ঠোঁটে, নিশ্চিন্তে।
এসে দেখি দরজা খোলেনি মন্দিরে সূর্য কপাট রুদ্ধ।
অভ্র ছড়ানো এই নদী এই জল। স্রোতহীন স্তব্ধ বাক।
এখনও এত মায়া এত শারীরিক! এত!
সময় উঞ্ছবৃত্তি করে গুহাচিত্রের গায়ে। গুপ্ত হত্যা লেখা।
পাপ। পূণ্য! উর্ণণাভ।
সমস্ত যৌন কাতর বেড়াল নির্নিমেশ চেয়ে দেখছে মাটি।
নখ দিয়ে তুলে নিচ্ছে কীট।
এত হাহাকার। এত!
যেন মাটির স্তন গলে পড়ে যাবে জলে। স্তন।
যেখানে ফসিল বিবাহের দাগ।
ভাঙা মন্দির। শূন্য শ্মশান। কৃষ্ণ নেই। ধ্বংসের বৃন্দাবনে একাকী রাধা।
এত! এত মায়া!
এত হীন ছলনার জাল!
বিচারকমণ্ডলী বলে দিক সহসা কোথায় ডুবেছে টাইটানিক। আজ