এ ভালবাসায় ।। শম্পা ঘোষ


মনের মাঝে বিশৃংখল স্যাক্সোফোন,
তোমাকে খুঁজে পাই না কোন আর্ট গ্যালারিতে 
বাতাস কণার আন্দোলনে লুকোচুরি খেলতেই অভ্যস্ত তুমি কাজল রেখাতে উধাও হয়ে যাও.
তোমাকে ছুঁতে চাওয়ার চেষ্টার 
অলিক প্রসন্নতা ভর করে,
উৎসবের নিষ্ক্রিয় মোহ কর্পূর এর মতো উড়ে যায়, 
আগুনে মোম গলে কিন্তু
 মোম চিরকালই গলতে ভালবাসে.
সেই ভালোবাসায় বধির হয়ে থাকে আবেগ ক্ষণ, শ্বাস-প্রশ্বাসের টানে ফিরে 
যেতে যেতে ও থমকে যেতে হয়,
অনেক জটিল হিসাব মেলানোর বাকি.
 হৃদয়কে বরাত দিয়ে ফিরে আসি চেনা রাস্তায় তাই-
আগুন ফুলে ভালোবাসা কে পোড়াবো বলে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।