তোমাকে ভাবতে গিয়েই মনের কোণে জোনাক দেখি
রঙের ভিতর মনটা যেনো হাঁটতে হাঁটতে চলছে একি
ভাললাগার শিররণে দেয় ভুলিয়ে অনেক কিছু
স্বরলিপির গানে গানে প্রেম অধিকার নেয় যে পিছু।
অভিমানী মন কখনো আঁখির কোণে জলটি জমায়
আবেগগুলো রাত আকাশে চাঁদের কণায় মুখটি লুকায়
শব্দ অক্ষর মিলে যখন তোমার নামটা জপে মনে
বিরহেতে কাটায় রাত পোড়া মনটা তোমার সনে।
আদর সোহাগ চাইতে গিয়ে শূন্য মনে জোনাক জ্বলে
তীর ভাঙা এক ঢেউ যে এসে তলিয়ে নেয় অতল তলে
আত্মার সাথে মিলতে গিয়ে হাজারটা পথ চলতে চাই
সাঁকো খানি পোক্ত করে অনুভবে তোমায় পাই।
তোমার কথা ভাবলে আমার মনের ভিতর জোনাক জ্বলে
জ্যোৎস্না মাখা আদর গুলো স্নান করিয়ে ভরিয়ে তোলে।
ঢেউয়ের পরে ঢেউ ভেঙে যে জীবন নদী যায় মোহনায়
সুখের গাঙে নাও ভাসিয়ে জীবন তরী আবেগ মাখায়।
২৫/৮/২৩