মুগ্ধ রজনি এবং মৃত অনুভূতিরা ।। এম এ ওয়াজেদ


রজনির শনাক্তকরণে মাঝে মাঝে ভুল হয়
শানিত অনুভূতিরা এক সময় নির্লিপ্ততা খোঁজ করে
পরিত্রাণের নিষ্প্রভ আলো নিভে আসে
সংকীর্ণমনার নিকৃষ্টতা ভুলে যায় থিয়োসফির নিস্রাব ৷

 ঘৃণ্য বিশ্বাসঘাতকতা শ্রীহীন নিবৃত্তির নিত্য সহচর
মাধুর্যমণ্ডিত প্রভাতের নির্মল বাতাস
লাঠিয়ালের প্রহারে অপ্রতিহত দূষণে দিকহারা 
মননের গন্ধহীন বন্যতায় মুগ্ধ রজনি বাস্তবেই বর্ণহীন ৷

বিপর্যস্ত অনুভূতিরা কারাভোগের যন্ত্রণায় চটকদার
বাংলা পঞ্জিকার রেশমি কাপড় গলকম্বলহীন
দিনে দিনে বেড়ে চলে মেরুদণ্ডী বানরের যুগ্মসংখ্যা
মুগ্ধ রজনির মৃত অনুভূতিরা অবিন্যাসের ভ্রমণবিলাসী ৷

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post