আবার হবে কি কথা আমি অসীমতায় চলে গেলে?
ফুটবে কি ফুল তোর রিক্ত হৃদয়ে শত বিরহের মাঝে?
কখনো বা মনিব, কখনো বা পথিক আরো শত রূপে
তুমি চিনবে কি মোরে, রাখবে কি হৃদয়ে?
আমি চলে যাব বলে বইবে কি হাওয়া ,
বসন্ত আসবে কি তোর মনের দ্বারে ?
আমি চলে যাব বলে- ফুটবে কি কৃষ্ণচূড়া
কিংবা রক্ত জবার মতো ফুল তোর মনের বাগানে?
মনে থাকবে কি সেই কুয়াশা ঢাকা প্রভাত ফেরির কথা?
আমি ফিরে আসি যদি -
আবার পাব কি তোকে আগের মতো নিজের করে পেতে?