পাশাপাশি থেকেও কথা না বলার কষ্ট
তারা জানে যাদের
এমন অশ্রু বিহীন আত্মার আর্তনাদ
জীবনে এসেছে।
হাত বাড়ালেই দূরত্বকে ছোঁয়া যায়
অথচ এতটুকু দূরত্বের জয় কখনো কখনো হয়না!
সে পরাজয় ভীষণ পীড়া দেয়
কেননা -
এ তো পথের দূরত্ব নয়,
মনের দূরত্ব।
মনের অনুকূলে সহস্র মাইল সহজেই হয় জয়,
প্রতিকূলে সূচ্যগ্র পথ কভু না হয়।
সঞ্জিব কুমার রায়
রাজারহাট, কুড়িগ্রাম