দগ্ধ মনের কথা ।। কৃষ্ণ প্রসাদ বসু

 


দগ্ধ পাতার পোড়া অক্ষরের ভিজে চোখ দেখেছো ?
কালো ধোঁয়ায় হারানো বাক্যের কান্না শুনেছো  !
জীর্ণ মলাটের বাকহারা মুখের ছবিতে চোখ রাখো,
জীবনের হিসেব মিলতে সময় লাগবেনা দেখো।
কাব্যহারা কবিতার ভিড়ে 
তাকিয়ে থেকো,
নদীর তীরে গতিহারা স্রোতের কান্না মনে রেখো।
জীবন স্রোত কখন পানায় আটকে যায়....
স্বজনে কতটা খবর রাখতে চায়  !
পুড়ে যাওয়া বইয়ের পাতার মতই,
হৃদয় দপ্তর আধপোড়া হয় 
এগোয় যতই ।
মানবিকতার মন্ত্র যার মুখ্য গীত,
সে গাইবেই যতই আসুক বক্ষে তীব্র শীত ।
জানি হৃদপিন্ডটা একদিন হবে র্কাবনের গুঁড়ো,
তবুও তবুও যদি রক্তে লেখা ইতিহাসে থাকে যৌবন না হয়ে বুড়ো !
বইয়ের পাতায় পাতায় 
থাকুক দগ্ধ মনের ইতিহাস,
কলিজার কথায় কথায় থাকুক বাঁচার অবকাশ ।
মানবতার শুভ্র ডানায় আসুক শান্তির অধ্যায়,
সব মন নেচে উঠুক সুখের গোলাপ বাগিচায়....।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।