নিরুপমার কালজয়ন্তী ।। মোহাম্মদ শহীদুল্লাহ্





টুটে গেছে  আপনার শেকড়ে বাঞ্ছিত ফলাফল। 
চেতনার ওপর দিয়ে শৈত্য প্রবাহের ঝড় বয়ে যায়।
বাউণ্ডুলে ডুগডুগিকে আজকাল  বিশ্বাস করেনা কেউ। 

চেরাগদানির ওপর থেকে
মনোযোগী মাকড়সাটা
সংসার গুটিয়ে নিয়েছে,
জুলহাসের জালের মতো।

সুযোগে বনমোরগ
ধরে খায় বাগডাঁশ।
ক্ষীণায়ু কুয়াশার নীচে
নদীর ঢেউ এতিম বাচ্চাদের মতোই
একক চোখে তাকায়।

হায়হায় জোছনার
হালকা-পাতলা স্পর্শগুলো
স্টকিষ্টের গুদামে,
ফেলে চলে গেছে জারুলসন্ধ্যা।

তিলোত্তমা বৈদ্যাশের খাঁজকাটা কপাল, থাকে থাকে কহর পড়া ভাগ্য।
আহা-উহু চিৎকার দিয়েছে গ্রামীণ বাচ্চারা,        চিৎকার দিয়েছে  লাউ গাছ।

চলো,কুঞ্জবন ছেড়ে যাই
আবারও সংকুচিত লজ্জাবতী পৃথিবীতে, পালাগান শুনব-- 
গোলাপ হরণের পালা ।

রচনাকাল : ১১/১/২৪
ঠিকানা --প্রগতি হোমিও ফার্মেসী, পূর্ব মইলাকান্দা, শ্যামগঞ্জ বাজার, ময়মনসিংহ, বাংলাদেশ। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।