টুটে গেছে আপনার শেকড়ে বাঞ্ছিত ফলাফল।
চেতনার ওপর দিয়ে শৈত্য প্রবাহের ঝড় বয়ে যায়।
বাউণ্ডুলে ডুগডুগিকে আজকাল বিশ্বাস করেনা কেউ।
চেরাগদানির ওপর থেকে
মনোযোগী মাকড়সাটা
সংসার গুটিয়ে নিয়েছে,
জুলহাসের জালের মতো।
সুযোগে বনমোরগ
ধরে খায় বাগডাঁশ।
ক্ষীণায়ু কুয়াশার নীচে
নদীর ঢেউ এতিম বাচ্চাদের মতোই
একক চোখে তাকায়।
হায়হায় জোছনার
হালকা-পাতলা স্পর্শগুলো
স্টকিষ্টের গুদামে,
ফেলে চলে গেছে জারুলসন্ধ্যা।
তিলোত্তমা বৈদ্যাশের খাঁজকাটা কপাল, থাকে থাকে কহর পড়া ভাগ্য।
আহা-উহু চিৎকার দিয়েছে গ্রামীণ বাচ্চারা, চিৎকার দিয়েছে লাউ গাছ।
চলো,কুঞ্জবন ছেড়ে যাই
আবারও সংকুচিত লজ্জাবতী পৃথিবীতে, পালাগান শুনব--
গোলাপ হরণের পালা ।
রচনাকাল : ১১/১/২৪
ঠিকানা --প্রগতি হোমিও ফার্মেসী, পূর্ব মইলাকান্দা, শ্যামগঞ্জ বাজার, ময়মনসিংহ, বাংলাদেশ।