বিত্তের উর্ধ্বে প্রেম || মো: মাসুদ রানা অভ্র

 
              ‌


বর্ণে যখন আতশবাজি, পড়ে না মোর করণে,
নিঝুম দ্বীপ, নীরব হৃদয়,মগ্ন প্রেমের ধ্যানে।
বর্ণ শুধায় পুঁজির উর্ধে প্রেম ,লভ্য হিসাব নয়,
প্রেম প্রেয়সী রুগ্নে কাতর, পুঁজি তুচ্ছ মনে হয়।

দ্বিধায় জড়িত যে নর , সদা আবদ্ধ বর্ণ শ্রীঘরে,
সঙ্গী সাধনে মহত্ত্ব ধরে, অবিরাম সমুদ্র তীরে।
বনিক ছুটে,বিত্তের অদ্রির লভ্য পথ  ধরে,
অলি তখন ছুটছে সদা , ঘুরছে কুসুমের তরে।

মূল্য যখন বিত্তর ধারে নিরধনের সঙ্গী হয়,
প্রেম প্রেয়সী শুধায় তখন প্রেমে বিত্ত প্রযোজ্য নয়।
সাধু যখন শুধায়, এমন রপ্ত সঙ্গ পাপ হয়ে যায়,
দাসের প্রেমে, রাজকন্যা, রাজা করে হায় হায়।

হুমকির ঢলে, আবদ্ধ করে প্রাণ করো নাশ,
ভয় ভীতি প্রদর্শন নেই, ছুটছে তবুও সদা দাস।
প্রাণ সাজিয়ে নিও, অর্থ নাও,রাজকন্যা যাও ভুলে,
পুঁজির উর্ধ্বে  প্রেম , নিরধন দাস কেমনে বলে?


শিক্ষার্থী,
মো: মাসুদ রানা অভ্র
ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগ, 
কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post