হলো না দেখা ।। নয়ন সরখেল


হলো না দেখা তোমার সাথে
হয়তো আর হবে  ও না
হলো না বলা,ভালোবাসার কথাটি
হলো না এক সাথে বসে চা খাওয়া
হলো না  ঘুমের মাঝে মাঝরাতে তোমাকে নিয়ে স্বপ্ন টি দেখা।
হলো না এক সাথে তারা গোনা
হলো না  এক সাথে ছাদে বৃষ্টিতে ভেজা
হলো না তোমার খোপায় এক গুচ্ছ ফুল দেয়া
হলো না এক সাথে সিনেমা দেখা
হলো না  তোমাকে সেই ভালোবাসার গানটি শোনানো।
হলো না এক সাথে রিকশায় চেপে ঘোরাঘুরি করা
হলো না এক সাথে পার্কে বসে বাদাম খাওয়া 
হলো না এক সাথে সূর্য মামার বাড়ি যাওয়া দেখা
হলো না এক সাথে হাতে হাত রেখে সপিং করা
তবুও ভালো থাকুক
হলো না বলা ভালোবাসা গুলো

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।