তুমি ।। কাজী মনীষা জোহরা


তুমি যদি আকাশ হও,
আমি মেঘ হব;
মেঘ হয়ে ভেসে ভেসে, 
তোমার হৃদয়াকাশ বিচরণ করব! 
বৃষ্টি আমি হব না কভু!
ঝরে পড়ার আছে ভয়;
তোমার বক্ষচ্যুত হলে—
মরে যাব নিশ্চয়!
তুমি যদি পাহাড় হও, 
আমি হব ঝরনা ধারা—
তোমার বুকে জড়িয়ে থেকে
খুশিতে হব আত্মাহারা!
তুমি আমার প্রাণের আবেগ, 
আবেশ মেশানো প্রেমের ঘ্রাণ;
হস্তান্তর হলো প্রেমিক, 
ভাগ্য গুণে পেলাম দান। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post