অনুযোগ মাখা রোদ্দুরের অভিমানগুলো
ডানাহীন অন্ধকারে হারিয়ে যেতে যেতে
তুমি কুয়াশার ভোরে নিভৃতে স্বপ্ন আঁকতে
দ্বিধাহীন শূন্যে দাঁড়কাকের মত এসে দাঁড়ালে,
সুরে সুরে শূন্য হৃদয়ে ছড়ালে করুন আর্তি,
স্বপ্ন বিনিময় করলে আমার আঙিনায়।
তোমার অনুপ্রাণে জাগা অনুতপ্তের শিহরণ,
শুকনো প্রেমের গন্ধে হতে পারিনি বিমোহিত,
তবু সীমাহীন যন্ত্রণার অনুভূতি, সহস্র বেদনার পান্ডুলিপি
ডানাহীন অন্ধকারে হারিয়ে যেতে যেতে
তুমি কুয়াশার ভোরে নিভৃতে স্বপ্ন আঁকতে
দ্বিধাহীন শূন্যে দাঁড়কাকের মত এসে দাঁড়ালে,
সুরে সুরে শূন্য হৃদয়ে ছড়ালে করুন আর্তি,
স্বপ্ন বিনিময় করলে আমার আঙিনায়।
তোমার অনুপ্রাণে জাগা অনুতপ্তের শিহরণ,
শুকনো প্রেমের গন্ধে হতে পারিনি বিমোহিত,
তবু সীমাহীন যন্ত্রণার অনুভূতি, সহস্র বেদনার পান্ডুলিপি
বিসর্জন দিলে অশ্রুর প্রলেপ মেখে।
তোমার উদোম ধারাভাষ্যের সকরুণ অনুভূতি,
শুকতারা বেশে আলো ছড়ালো মনোবনে।
ঘোরলাগা আগুনমুখো সন্ধ্যায় ফেলে যাওয়া
শুকতারা বেশে আলো ছড়ালো মনোবনে।
ঘোরলাগা আগুনমুখো সন্ধ্যায় ফেলে যাওয়া
তোমার প্রত্যয় দ্বিধাহীনভাবে মনে পড়ল, তুমি
নিমিষেই দিগন্তের গোধূলি আলোর মিছিলে হারালে,
নিমিষেই দিগন্তের গোধূলি আলোর মিছিলে হারালে,
মিশে গেলে একাকী একাকার হতে।
ফিরে যাবার বাসনায় বাকহীন মৌনতা ভেঙে
স্নিগ্ধ আবেশে মুগ্ধতা ছড়ালে স্মৃতির বারান্দায়।
জীবনের অর্ধেক ইতিহাসে পোষা সহস্র অভিমান
হৃদয়ের গোপন অলিন্দে আলো ছড়িয়ে জানাল,
ফিরে যাবার বাসনায় বাকহীন মৌনতা ভেঙে
স্নিগ্ধ আবেশে মুগ্ধতা ছড়ালে স্মৃতির বারান্দায়।
জীবনের অর্ধেক ইতিহাসে পোষা সহস্র অভিমান
হৃদয়ের গোপন অলিন্দে আলো ছড়িয়ে জানাল,
অভিযোগে নির্মিত অভিমানগুলো এখন
অনুরাগের প্রতিফলনে ক্ষমাহীন ভীষণ জেদি ।
বগুড়া
বগুড়া