যখন দেহ থেকে রুহ-টা চলে যায়
পরান পাখি ত্যাগ করে শরীর,
শুধু তখনই মানুষ-টা মরে না,
কেউ কেউ জিন্দা লা* /শ হয়েও বেঁচে থাকে।
দেহের ভিতর রুহ থাকে,
হাত-পা সচল থাকে,
তবুও সে-লা* /শ হয়ে হেঁটে চলে মাটিতে।
তার না-থাকে কোন হুশ, না থাকে অনুভূতি
না-থাকে কিছু পাইবার আশা,
আর না থাকে কিছু হারানোর ভয় !
তবুও সে বেঁচে থাকে লা* /শ হয়ে।
নিজ-হত্যা মহা পাপ জেনে সে স্থির হয়
অসীম ধৈর্য নিয়ে গুনতে থাকে নিজের হায়াত।
কবে ডাক আসবে, পরপারে যাবার
কবে ডাক আসবে মহাশুন্যে ভাসার,
শুধু লা* /শ হয়ে, সেই ডাকের অপেক্ষা।
