হেমন্তের হাসি ।। মুহাম্মদ মুকুল মিয়া



কাঁচা সোনা রোদ মাখা
সকাল বেলা,
শিমুলের ডালে বসে 
পাখির মেলা।

ঝিকমিক চিকচিক- 
শিশিরের দল,
রোদের পরশ পেয়ে 
হাসে খলখল।
 
ঘাসফড়িং দলবেঁধে 
উড়াউড়ি করে, 
প্রজাপতির পাখা দেখে
পরাণ ভরে।

শেষ বেলা সূর্যের 
রঙিন হাসি, 
হেমন্তের দিনগুলো 
বড়ো ভালোবাসি।
--------------------

 

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. মোদাচ্ছের মিয়াNovember 16, 2025 at 6:20 PM

    বা! মিষ্টি কবিতাখানি পড়িলাম। মুগ্ধ হইলাম বাপু। সুন্দর লিখেছো।

    ReplyDelete
Previous Post Next Post