রাজু মীর'র পূর্ণিমা ।। বর্ণপ্রপাত


ইচ্ছে ছিল তোমাকে নিয়ে দেখবো চৈত্র পূর্ণিমা।
হলনা।
দেখে নিও আজ পূর্ণিমা চাঁদ
যেখানে বাঁচা মরার খন গণনা চলছে
 তোমার আমার সবার।
সেখানে ভালোবাসা নিষ্প্রাণ।,
মেঘ জ্যোৎস্নার খেলা দেখতেদেখতে
 দুপুর রাত্রে বৃষ্টি হতো। তুমি আমি ভিজতাম কত।
আজ ভুলে গেছো? জ্যোৎস্না রাতের কুসুম আলো?
ভেজা শরিরে তখন রাগ মাখা মুখে  উল্টো ঘরের পিছনে দাড়িয়ে
নেশা ভরা চোখে দেখতাম
তোমায় আধো জ্যোৎস্নায়।
তুমি আমি এখন যোজন,যোজনপুর দূরে।
 ক্ষমা করে দিও দুষ্টুমির ছলে ভালোবাসার কৌশলে করেছি কত নিম্নতর আবদার!
পাপী তুমি আমি।
দুই হাত জোরে প্রভুর তরে আর্জি
 দেখা হবে চৈত্র পূর্ণিময় আবার করোনাকালের এই যাত্রায় বেঁচে থাকলে।
না হয়  তো চন্দ্রলোকে অন্ধকারে দিনগুনে পাপ পুণ্যের হিসাব গুনে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post