বিপুল রায়'র কবিতা যোদ্ধা


যেই পখির পাখনা আছে
সেই পখি কি উড়ির ছাড়ে,
ঝড়তে যুদি পড়ে মাটিত
তাও উঠে মাথা চাড়ে;
শত চেষ্টার পরেও যুদি
খালি একবার উড়ির পারে--
ভাঙা ভাসাতে ধরিবে জুড়োন
মনের আশাও করিবে পুরোন।

তাও পখি মানিবে না হার
জানে, ক্ষণিকের ঝড় কি করিবে আর;
পিথিবী আরও শান্ত হবে
ফরফরা আকাশের নীচত আরও
নয়া জীবনের উব্জন হবে।

তারিখ: ২১.০৪.২০২০

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।