বিপুল রায়'র কবিতা যোদ্ধা


যেই পখির পাখনা আছে
সেই পখি কি উড়ির ছাড়ে,
ঝড়তে যুদি পড়ে মাটিত
তাও উঠে মাথা চাড়ে;
শত চেষ্টার পরেও যুদি
খালি একবার উড়ির পারে--
ভাঙা ভাসাতে ধরিবে জুড়োন
মনের আশাও করিবে পুরোন।

তাও পখি মানিবে না হার
জানে, ক্ষণিকের ঝড় কি করিবে আর;
পিথিবী আরও শান্ত হবে
ফরফরা আকাশের নীচত আরও
নয়া জীবনের উব্জন হবে।

তারিখ: ২১.০৪.২০২০

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post