নুর আলম সিদ্দিক'র দুইটি কবিতা ।। বর্ণপ্রপাত


অনুতাপে প্রার্থনা 

অন্তর রাজ্যে করেছি আঘাত
ক্ষমা কর মোরে বিনয়ের সাত।

তোমা কাছে যপি প্রভু তোমা গুণগান
বাঁচিয়ে রাখো প্রভু মানুষের মান।

তোমা রহমে বাঁচি ত্রিভুবনে
মিলাইও সুখ খোদা দো-জাহানে।


সুখের পরশ

দেখো,
রাত্রি এসেছে এই পাড়ে
সুখের সূর্য ভাসে ঐ ধারে

আবার,
রাত্রি নামে ঐ পানে?
সুখের পরশ দিল জানে!

ব্যাপ্ত হয়েছে দিলের দেয়াল
শূন্য বনেছে মনের খেয়াল

দগ্ধ হয়েছে তুষানলে
নিভবে তবে কোন জ্বলে?

নিঃস্ব জনের সুর-তানে
সুখের পরশ জাল বুনে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।