আশরাফুল আলম'র কবিতা ইটালুকান্দা গ্রামে ।। বর্ণপ্রপাত


এসেছি সেই গ্রামে যাকে ঘিরে রেখেছে নদী;
যেথা ব্রহ্মপুত্রের জলের ধারা বইছে নিরবধি;
যেথা আষাঢ়ের মৃদু বাদল দিনে বন্যার বার্তা মেলে,
রাস্তা অবধী ডুবো-ডুবো ব্রহ্মপুত্রের জলে।
অভাব অনটন রোগ-জড়া হাতছানি দিয়ে ডাকে,
নানান রকম বিপদ-আপদ ওঁৎপেতে যেন থাকে।
চলাচলের অবস্থার কথা কি বলব কবিতায়;
ভেলা-নৌকা ছাড়া কোন আর দেখিনা উপায় ।
যেদিকে তাকাই সেদিকে পানি উঠোনে স্রোতের টান!
স্বাভাবিক জীবনে যেটা বড্ড বেমানান;
এই গ্রামের মানুষ গুলো নিয়েছে এটা মেনে
দিনাতিপাত করছে তবু নিয়তির খেলা জেনে ।
আষাঢ় থেকে আশ্বিন-কার্তিক সুদীর্ঘ পাঁচটি মাস,
দৃষ্টি সবার স্রোতের উপর মুখে দীর্ঘশ্বাস;
কর্ম হীন গৃহ বন্দী যারা কৃষি নির্ভর শীল!
কষ্ট’রা এসে ওদের পিঠে মারছে জোড়ে কিল!
শিক্ষালয়ের তথ্য কিছু এবার সবাই জানি ,
বন্যা এলেই শ্রেণি কক্ষে কোমর সমান পানি।
লেখাপড়া মাচায় তোলা, বস্তা বন্দী বই-
দেখুন জনাব, হেথায় এসে, মিথ্যে যদি কই ;
ঠিকানা তবে দিচ্ছি ভাই ,কোনখানে সেই গ্রাম?
বাংলা-ভারত বর্ডার ঘেষা ইটালুকান্দা নাম।
দাঁতভাঙ্গা ইউ নিয়নে উপজেলা রৌমারি,
কুড়িগ্রাম জেলার অন্তর্গত দিলাম ছন্দ করি।
                               
                     আশরাফুল আলম
                    পাঁচপীর, উলিপুর, কুড়িগ্রাম।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।