নার্গিস পারভীন'র কবিতা স্বর্গও তুচ্ছ


আমার সব কিছু মিথ্যে!
বেঁচে থাকা, ঘুমোনো, হাসাহাসি!
শুধু একটাই জলজ্যান্ত সত্যি-
তোকে, কেবল তোকেই ভালোবাসি!

প্রিয় রং লাল-হলুদ সারাটা জীবন-
কখন যেন হয়ে গেল নীল!
কঠিন হীরে আমি গলে গলে-
তরল এক সমুদ্র ফেনিল!

তোকে ভালোবেসে চিনেছি ষড়ঋতু-
সেজেছি ছয় রূপে বার বার-
তোকে ভালোবেসে সুখভরা বুক-
শত আঘাতেও কলকল নির্ভার!

প্রিয় নীলকণ্ঠ, এক আকাশ সুখ!
ঝিরঝিরে হাওয়ার শিরশিরে ছোঁয়া!
তোকে দেখলেই স্বর্গও তুচ্ছ!
ভুলে যাই আমি সব না পাওয়া!

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।