আশরাফুল আলম'র কবিতা মুই কি-বা হনু।। বর্ণপ্রপাত


উক্টি বেড়াং পরার দোষ
শকুন চখুৎ চায়া,
পরচর্চাত নাগি আছং
নিজের হাড়িত খায়া।

হাজার দোষত দুষি হয়াও
নিজোক সাজাংভাল্
বাইরা মোর চাকচিক্য
অন্তরোত জঞ্জাল!

কানকথা!কানাঘুষা!
সি,সি ক্যামেরার মন,
ক্যাচাল নাগার মন্ত্র মোর
মনতে পোষণ।

পরার ভালে বিষায় মন
হিংসায় জ্বলে গাও,
ভাল কথার গুষ্টি মার্
খুটাত পরা আও।

পরার ধনত নজর ফেলাং
নিজের যতই থাউক,
দুনিয়াটা মোর একলারে হউক
সগায় মরি যাউক।

চামচা হয়া চেলা সাজি
দেখাং ন্যাতার ভাব,
কি জানি কি হয়া গেইচং
ওরে বাপরে বাপ!

ধরা'ক করং সড়া জ্ঞান
মুই বা কি হনু,
আসলে তো নোয়াঙ কোনয়
চাটগাঁইয়া চনু!

রচনাকালঃ০৪/১২/২০১৯ খ্রীঃ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।