একটি আঙুল আকাশ ছোঁয় ।। তাসরিন প্রধান



           অন্ধকার অপবাদ আর নয়
           এখন শুধুই জোছনা সময়
           মমতার চন্দনে ভরছে হৃদয়

           শিশিরসোহাগ উপচে পড়ে সাথে
           অমলধবল হেমন্তহীন রাতে
           দিনমান, সন্ধ্যা থেকে প্রাতে

           ম্রিয়মাণ বিকেল নয় মাধুরী মুগ্ধতা
           ভাবনা যত সুরভিত মাধবীলতা
           শব্দগুলো স্বপ্নরঙিন কাব্যকথা

           বাহানায় চুপ চায় চাতক নয়ন
           মুগ্ধবরষায় ভিজে মন
           সৌরভ সুনন্দে সারাক্ষণ আলাপন ।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post