এ বি সিদ্দিক'র রম্যছড়া "নির্ভীক পুরুষ"


বাসর ঘরে ঢুকেই স্বামী
ধরল বউয়ের হাত,
রঙিন স্বপ্ন দেখে দেখে
পার করবে রাত।

মিষ্টি কথায় মধুর সুরে
চলছিল বেশ ভালো,
মধ্যরাতেই নেমে এলো
অমানিশার কালো।

সহসা বউ চেচিয়ে বলল-
ওরে বাবা সাপ,
স্বামী বলল-পুরুষ ডাকি?
ওরে বাপরে বাপ।

রেগে গিয়ে বউ বলল-
বলছো তুমি একি!
ঢোঁড়া সাপেই এত ভিতু
পুরুষ তুমি নাকি?

আগে জানলে তোমার সাথে
বসতাম না বিয়ে,
বল্টু-মন্টু ভালোই ছিলো
ভিতু স্বামীর চেয়ে!

বাসর রাতের সাপের ভয়ে
বউ হারালাম শেষে,
বউ কখনো জুটবে আমার!
ভাবছি একা বসে!

2 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post