‘তীব্র কুড়িগ্রাম’ সাহিত্য পত্রিকার ‘হেলাল জাহাঙ্গীর সংখ্যা’র মোড়ক উন্মোচন

 

কুড়িগ্রামের কবি ও নাট্যকার হেলাল জাহাঙ্গীরের সাহিত্যকীর্তির বিশ্লেষণ, আলোচনা নিয়ে প্রকাশিত হলো কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুশান্ত বর্মণ সম্পাদিত আলোচনাপত্র ‘তীব্র কুড়িগ্রাম’ এর তৃতীয় সংখ্যা৷ এ সংখ্যায় তাঁর কবিতার আলোচনা লিখেছেন জুলকারনাইন স্বপন, জাহানুর রহমান খোকন, জরীফ উদ্দীন, আশরাফ রাসেল ও নুসরাত জাহান৷ এছাড়াও হেলাল জাহাঙ্গীরের সংক্ষিপ্ত জীবনী ও একটি সাক্ষাৎকার রয়েছে এ সংখ্যায়৷
৫ ফেব্রুয়ারি (২০২১), শুক্রবার বিকেল চারটায় কুড়িগ্রাম জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাময়িকপত্রটির মোড়ক উন্মোচন করা হয়৷
শুরুতে হেলাল জাহাঙ্গীরের একটি কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী সংগ্রামী প্রীতি বাঁধন৷ এরপর লেখকগণকে ‘তীব্র কুড়িগ্রামে’ লেখার জন্য সম্মানী প্রদান করেন সম্পাদক৷ তাঁর বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়৷ এরপর একে একে বক্তব্য প্রদান করেন লিটলম্যাগ ‘বিন্দু’ সম্পাদক সাম্য রাইয়ান, প্রাবন্ধিক মাহমুদ আল হেলাল উজ্জামান, কবি আশীষ বকসী, সিনেমাপ্রেমী রিয়াজুল আলম উজ্জল, লেখক রকিবুল হাসান গোলজার, কবি মোকলেছুর রহমান, সাতভিটা গ্রন্থনীড়ের পরিচালক জয়নাল আবেদীন ও এ সংখ্যার লেখকগণ৷
পত্রিকাটির প্রচ্ছদ করেছেন সাম্য রাইয়ান৷ তিরিশ টাকা মূল্যের পত্রিকাটি কুড়িগ্রাম শহরে ঘোষপাড়াস্থ ‘শিশুতোষ’ (সরদার গার্ডেন মার্কেটের নিচতলা) নামক দোকানে পাওয়া যাচ্ছে৷ এছাড়াও অনলাইনে বিনামূল্যে পড়া যাবে তীব্র কুড়িগ্রাম এই ঠিকানায়৷
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করা লেখকদের সাহিত্যকীর্তির আলোচনাপত্র ‘তীব্র কুড়িগ্রাম’৷ ইতোপূর্বে কবি, কথাসাহিত্যিক অধ্যাপক তপন কুমার রুদ্র ও গল্পকার আহসান হাবীব জুলকারনাইন স্বপনকে নিয়ে দুইটি সংখ্যা প্রকাশিত হয়েছিলো৷
সূত্র : বাংলা সাহিত্য বার্তা

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।