শিশির ভেজা ধানের শীষে ফড়িঙ নাচে খুব
মন ভরে যায় দেখে দেখে হেমন্তের এই রূপ!
পাখির গানে সকাল হাসে শিশির কণায় রোদ
শাপলা শালুক পদ্মে হাসে হাওর বাওর হৃদ!
খেলার মাঠে কিশোর হাসে গড়ায় পায়ে বল
জয়ের নেশায় জনস্রোতে মুখর কলরোল!
চাঁদটা হাসে দূর আকাশে শিশিরভেজা রাত
রাতের ডাহুক একলা পাড়ায় করে বাজীমাৎ!
কুলোয় কুলোয় নেচে চলে কিষাণীদের মন
ধানের গোলার হাসিখুশি বুকে পেয়ে ধন।
সোনা ধানে কৃষক হাসে কাস্তে হাসে ফিক্
নবান্নের উৎসবে পাড়া হাসে চতুর্দিক।