হেমন্ত রাণী ।। মো. শরিফুল ইসলাম


শরৎ শেষে রাণীর বেশে
হেমন্ত এলো ফিরে,
ধানের শীষে অভ্রে মিশে
হালকা শীতের নীড়ে।

শীতের ছোঁয়া মেঘের ধোঁয়া
ভাসে আকাশ তলে,
প্রজাপতি ফুলের প্রতি
উড়ে উড়ে চলে।

মাঠে প্রান্তে এই হেমন্তে
ধান কাটে ভাই চাষী,
তোলে ঘরে গোলা ভরে
কি যে মুখের হাসি!

পিঠা কুটে খেতে ছুটে
ছোট ছেলে মেয়ে,
মায়ের পাশে মনের আশে
খাইরে মজা পেয়ে।

ভোরের দোয়েল শিস দিয়ে যায়
মিষ্টি সুরের গীতি,
এই হেমন্তে বছ-রান্তে
ফিরে পেলো স্মৃতি।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post