খাঁটি রূপ ।। মো. মাজিদুর রহমান শাহীন

 

শিশিরের ফোটায় টলটলে কচি ঘাস
শিরশিরানি শীত আনে হেমন্ত বাতাস।
রাতভর চালে নাচে রিনিঝিনি কে বল
কুয়াশাবাটে কে মাতাল বাজায় মাদল?
খেজুর গাছের হাড়িতে বাদুড়ের ঝাঁক 
সোনালী ধানের মৌতাতে কৃষক অবাক। 
টুপটাপ সুধা ঢালে কিশোরীর আঁচল
পাড়া জুড়ে হাসিখুশি চঞ্চলও নির্মল।
ঋতু যেন কুয়াশার পায়ের ছাপে ছবি 
রূপ ধরে কে যেন হেঁটে যা' পথিক কবি,
সঠিক চিনে নেয় তারে প্রতীক্ষিত চোখ 
বিষন্ন শহরে হৃদয় নেই ঢাকা বুক। 

তোমার রেটিনাতে কী সব হয় বিনাশ 
গাঁয়ে আস খাঁটি রূপেতে করি বসবাস। 
খাঁটি রূপ 
মোঃ মাজিদুর রহমান শাহীন 

শিশিরের ফোটায় টলটলে কচি ঘাস
শিরশিরানি শীত আনে হেমন্ত বাতাস।
রাতভর চালে নাচে রিনিঝিনি কে বল
কুয়াশাবাটে কে মাতাল বাজায় মাদল?
খেজুর গাছের হাড়িতে বাদুড়ের ঝাঁক 
সোনালী ধানের মৌতাতে কৃষক অবাক। 
টুপটাপ সুধা ঢালে কিশোরীর আঁচল
পাড়া জুড়ে হাসিখুশি চঞ্চলও নির্মল।
ঋতু যেন কুয়াশার পায়ের ছাপে ছবি 
রূপ ধরে কে যেন হেঁটে যা' পথিক কবি,
সঠিক চিনে নেয় তারে প্রতীক্ষিত চোখ 
বিষন্ন শহরে হৃদয় নেই ঢাকা বুক। 

তোমার রেটিনাতে কী সব হয় বিনাশ 
গাঁয়ে আস খাঁটি রূপেতে করি বসবাস। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।