বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির নবান্ন উৎসব উদযাপন

 


নবান্ন উৎসব উদযাপন করল বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর, কুড়িগ্রাম। ০৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ, ১৯ নভেম্বর ২০২২ খ্রি:  শনিবার, দুপুর ২.০০ টায় একাডেমির চত্বরে আব্বাসউদ্দীন মঞ্চে আলোচনা সভা ও ভাওয়াইয়া পরিবেশিত হয়৷ 

এ সময় একাডেমির সভাপতি মোঃ এন্তাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বাংলা কলেজ, লালমনিরহাটের ইংরেজি প্রভাষক  কবি সুবাস রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সাঈদ, গীতিকার ও শিশু সাহিত্যিক তৌহিদ-উল ইসলাম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ভাওয়াইয়া শিল্পী তনু রায়, কবি এনাম রাজু প্রমুখ।

আলোচনায় নবান্নের উৎপত্তি - ক্রমবিকাশ, বাংলার ইতিহাস-ঐতিহ্য ও ভাওয়াইয়ার উত্থান-পতন আলোচনা এবং স্মৃতিচারণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা। 

আলোচনা শেষে ভাওয়াইয়ার মাধ্যমে তুলে ধরা হয় নবান্ন। সবশেষে হরেকরকম পিঠা দিয়ে নবান্ন পালন করা হয়।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।