নবান্ন উৎসব উদযাপন করল বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর, কুড়িগ্রাম। ০৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ, ১৯ নভেম্বর ২০২২ খ্রি: শনিবার, দুপুর ২.০০ টায় একাডেমির চত্বরে আব্বাসউদ্দীন মঞ্চে আলোচনা সভা ও ভাওয়াইয়া পরিবেশিত হয়৷
এ সময় একাডেমির সভাপতি মোঃ এন্তাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বাংলা কলেজ, লালমনিরহাটের ইংরেজি প্রভাষক কবি সুবাস রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সাঈদ, গীতিকার ও শিশু সাহিত্যিক তৌহিদ-উল ইসলাম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ভাওয়াইয়া শিল্পী তনু রায়, কবি এনাম রাজু প্রমুখ।
আলোচনায় নবান্নের উৎপত্তি - ক্রমবিকাশ, বাংলার ইতিহাস-ঐতিহ্য ও ভাওয়াইয়ার উত্থান-পতন আলোচনা এবং স্মৃতিচারণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা।
আলোচনা শেষে ভাওয়াইয়ার মাধ্যমে তুলে ধরা হয় নবান্ন। সবশেষে হরেকরকম পিঠা দিয়ে নবান্ন পালন করা হয়।