অস্পৃশ্য বুক
বিছিয়ে রেখেছে অভিমান
মধ্যবর্তী সেতুর মুখে
জ্যোৎস্নার রোদ্দুর
মশারির চৌকোনা পৃথিবী
তোমার আমার কথোপকথন
পাশাপাশি নয়
মুখোমুখি খুঁটে খাচ্ছে
পুনরায় মুগ্ধতার বীজমন্ত্র
আলো হয়ে যাচ্ছে ফুল...
যেন ধানের শীষে দুধ হেমন্ত
জ্যোৎস্নার রোদে
মধ্যবর্তী সেতু ডিঙিয়ে।