সাজাবো তোমায় হেমন্তে ।। সুদীপ্তা চৌধুরী

 

পুতুল, সন্তান, প্রেয়সী ;
কাছের মানুষকে রাখতে যে হয় সাজিয়ে -
নিজের মনের মণিকোঠায়!
যত্নে, আগলে রেখে -
মুগ্ধ নয়নে শুধুই দেখে যাওয়া।
সাজিয়ে দেয়া নিজের মনের মতো করে।
.......
প্রিয়া!
এসো না একটিবার; বসো আমারি পাশে।
আজ খুব ইচ্ছে করছে -

এমন হেমন্তের গোধূলি বিকেলে; 

নিজের হাতে সাজিয়ে দিতে।

তোমার খোলা চুলে -

পরিয়ে দিবো বেলী ফুলের মালা।

দিবো ঝুমকো তোমার ঐ কানে।
হাতে দিবো কাঁচের চুড়ি।
পায়েল দিবো পড়িয়ে তোমার পায়ে।
পড়বে তুমি সাদা লাল পাড়ের শাড়ি।
কপালে টিপ; আঁখিতে কাজল।
তোমায় সাজিয়ে হেমন্তে-

দেখবো তোমায়  প্রাণ ভরে!

নতুন করে তোমার কানে -
মুখ লুকিয়ে বলবো "ভালবাসি প্রিয়া"।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।