সবার চেয়ে চাষি ভাইদের দুচোখ হাসে খুব,
মুগ্ধ চোখে তাকিয়ে রই দেখে মাঠের রূপ।
মাঠে মাঠে সোনালি রঙ ঝলমলিয়ে ওঠে,
শিশির জলে ঘাস ফুলেরা অন্যরকম ফোটে।
স্বর্ণবালাম ধানের গন্ধে চাঙা সবার মন,
শিল্পী কবি আরো বিভোর মুগ্ধ সর্বক্ষণ।
খেজুর রসের দিন যে এলো ঢের আনন্দ মনে,
পড়ছে সাড়া ঘুঘুর ডাকে হিজল তমাল বনে।
ঘরে ঘরে রসের পায়েস চিতুই পিঠের ধুম,
মনখুশিতে ছেলে মেয়ের দু চোখে নেই ঘুম।
এই হেমন্তে আমার বাড়ি নাইওর আসে হেসে,
কাব্যতালে ছবি আঁকি দেশকে ভালোবেসে।