নবান্নের ঢেউ ।। সুজন সাজু

 


ঘাসের ঠোঁটে শিশির যখন দেয় হাসিতে নৃত্য, 
ফসল খেতে লেজ দুলিয়ে গায় দোয়েলে গীত্য।
ভোরের সকাল মিষ্টি রসাল,
ধান জমিতে আলোর মশাল,
ব্যস্ত মাসি পিসি,
দিন সারাদিন মাঠে কাটে
আমার গাঁয়ের কৃষি। 
বাগান জুড়ে সরষে ফুলের রূপ হলুদের ভূষণ,
প্রকৃতি ঠিক বিছিয়ে দিল সত্যি যেন কুশন। 
ফুল ভ্রোমরা ছুটে আসে,
হাওয়ায় নায়ে ঢেউয়ে ভাসে,
হিমেল কুসুম রোদে,
শিউলি, ছাতিম সুবাস,আহা
কী না দারুণ মৌ দে।
বক সারসের পাখনা মেলা ঝাঁকে ঝাঁকে উড়া,
অবলোকন করলে যেন মন কেড়ে নেয় পুরা।
চাঁদের আলো জোছনা ঢালে
তারার নাচন আকাশ থালে
দিক বেদিকে ছোটে,
বাংলা মায়ের কোলে আজি
নবান্নের ঢেউ ওঠে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।