সুখের স্বপ্ন ।। রেজাউল করিম সোহাগ


সবুজে ঘেরা প্রকৃতির চির সজীবের বুকে নেমে
আসবে ক্লান্তিহীন নির্মল ভোর,প্রত্যাশার চেরাগ-
জ্বালি নিভুনিভু শিখায় আগামীর স্বপ্নগুলোকে
তা দিয়ে শানিত করে বসে আছে খুলে দোর।


সবুজের প্রান্তরে সোনালি ফসলের উঁকিঝুঁকি
রোদ মাখা সোনা সোনা হাসি,সুখের স্বপ্ন জাগে-
আধপেটে দিনাতিপাত করা গ্রামীণ বঁধুর,চোখের
জল মুছে এক চিলতে হাসি সুখ দুয়ারে ভাসি।


নতুন কাপড় পড়বে সবে আসবে যাবে আত্মীয়
নিমিষেই যায় অতীত দুখ ভুলি,পিঠা পুলির স্বাদ-
জিবের ডগায় মুখে তৃপ্ত রেখা ফোটে,কৃষকের
প্রাণে উত্তাল ঢেউ তরঙ্গে যায় হৃদয় দুয়ার খুলি।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।