হেমন্তে এসেছি বনে ।। জামাল উদ্দিন জীবন



হিম হিম হিমেল হাওয়ায়
মনটা হারায় দূর অজানায়
প্রিয়তমা কি করছে এ সময়
হৃদয়ে উঠেছে প্রেমের হিল্লোল।

পরাণ খানা বাঁধা পরাণ মাঝে
কত শত আয়োজন মন বসে না
গৃহের কোন কাজে ক্ষণে ক্ষণে
ছুটে আসি প্রিয় আসবে সঙ্গোপনে।

হেমন্তের আগমনে নিমন্ত্রণ জানাই
পিঠা পুলি, পায়েস রেঁধে অপেক্ষায়
দুজনে সুজন হারিয়েছি ফুলের বনে
হৃদয় মাঝে দেখি বিশ্বাসের প্রতিচ্ছবি।

শীতল সমীরণ পাখিদের মিষ্টি আলাপন
তোমার কণ্ঠে গীত কত সুন্দর ছিল ভুবন

সাথী দুজনে স্বপ্নের পৃথিবীতে করি বিচরণ
হাজারো বায়না দূরে থাকতে চায় না মন।

হলুদিয়া পাখি গান শুনায় বন্ধুর পানে চেয়ে
ঘন বর্ষায় চোখের জলে নাসিকা বুক ভাসায়
অন্তর অববাহিকায় হারানোর ভিষন ভয় জাগে
গোধূলি সন্ধ্যায় আমি যাব বুঝি শেষ ঠিকানায়।

কাশবনে কেওড়া পাতার সনে একা অশ্রু সর্ব রন
পিছু ডাকে কে বলে সখি ধীরে ধীরে নামিও জলে
ডিঙ্গি হতে জলে ভিজিয়ে দু চরণ শাড়ীর আঞ্চল
হেমন্তে এসেছি বনে আপন মনে সাজিয়ে নিতে ঘরে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।