একলা পথে হঠাৎ থমকে যাই,
কারোর ডাক শোনা যায় না ঠিকই ,
কিন্তু মনের গভীরের পিছুটান,
বারবার হাতছানি দেয়।
জীবনের রঙ্গমঞ্চে শুধুই অভিনয়,
আসল নাকি মেকি নিজেরই অজানা,
তবুও জীবন যন্ত্রণায় ছটফট করতে করতে
আবার নতুন অধ্যায় শুরু।
দিনরাত্রির সন্ধিক্ষণে মেঘের ঘনঘটা,
লড়াই করে বৃষ্টি আসছে ধরণীতে,
গুমোট পরিবেশ থমথমে ভাব,
বৃষ্টি হলো কিন্তু গাছেরা নিশ্চুপ।
চন্দ্র সূর্যের আলোয় উদ্ভাসিত ধরণী,
প্রকৃতির অন্তরাকাশে নির্মল বাতাস,
পাখিদের কলকাকলিতে মুগ্ধতা একরাশ,
তবুও বিষণ্ণতা গ্রাস করেছে বিটপীকে।