ভাবুক মন ।। দীপক পৈতণ্ডী



একলা পথে হঠাৎ থমকে যাই,
কারোর ডাক শোনা যায় না ঠিকই ,
কিন্তু মনের গভীরের পিছুটান,
বারবার হাতছানি দেয়।

জীবনের রঙ্গমঞ্চে শুধুই অভিনয়,
আসল নাকি মেকি নিজেরই অজানা,
তবুও জীবন যন্ত্রণায় ছটফট করতে করতে
আবার  নতুন অধ্যায় শুরু।

দিনরাত্রির সন্ধিক্ষণে মেঘের ঘনঘটা,
লড়াই করে বৃষ্টি আসছে ধরণীতে,
গুমোট পরিবেশ থমথমে ভাব,
বৃষ্টি হলো কিন্তু গাছেরা নিশ্চুপ।

চন্দ্র সূর্যের আলোয় উদ্ভাসিত ধরণী,
প্রকৃতির অন্তরাকাশে নির্মল বাতাস,
পাখিদের কলকাকলিতে মুগ্ধতা একরাশ,
তবুও বিষণ্ণতা গ্রাস করেছে বিটপীকে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।