ভুতোর ভুত ।। নীলমাধব প্রামাণিক

 


ভুতো ভেবেছিল মনে মরবার ই পর পর         
ভুত হবে ভয়ানক  ভুতেরাও দেবে গড় ।

কিন্তু কোথায় কি  নেহাত ই বকের ছাঁ
লকলকে হাত আর লিকলিকে দুটো পা । 

ভুতো ছোট ভুত শিশু সবে জন্মেছে তাই
হাতছোঁড়ে পা ছোঁড়ে আর করে তাই তাই ।

বাঁশবনে মাঝরাতে দোলা খায় দাদারা
তাই দেখে ভয়পায় ডাকাবুকো হাঁদারা ।

আজব মানুষ দেখে ভয়ে কাঁপে ভুতোটা
এবার পেয়েছে টের মানুষের গুতোটা ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post