Homeছড়া-কবিতা হেমন্ত এলো ।। সাদিয়া আফরোজ November 18, 2022 0 হেমন্ত আজ এলো ধরায়বইছে শীতের হাওয়া,কখনো শীত গরম ভীষণএমনি আবহাওয়া ।নবান্ন চলে হেমন্তেনতুন চালের আঁটায়হরেক রকম পিঠা পায়েসদেখে ভরে হৃদয় ।শরতের পরে হেমন্তঋতু চক্রের পালায়হেমন্তের পর আসবে শীত যেহাঁটু্ কাঁপা ঠান্ডায়। হালিচা: ছড়া-কবিতা সাদিয়া আফরোজ হেমন্ত সংখ্যা ২০২২ Facebook Twitter