নয়নে তোমার মুক্তা ঝরে
মোহিত তোমার রূপে,
তুমি শতরূপা প্রেমের কলি
দেখি তোমার রূপে।
যদি সম্মতি দাও মোরে
শুনাবো মর্মবাণী,
অহরহকালে তোমার সনে
ফিরি আসিব রমণী।
প্রেমের কটাল অনুবন্ধ
দুটি হিয়ার পরশে,
অপরাহুবেলায় বিহগ কন্ঠে
অনিবার তোমার ছবি ভাসে।
রূপের লাগি আকুল মন
আঁখিতে নাই ঘুম,
দিবা-নিশি এই বসুন্ধরায়
সবে লাগে নিঝুম।
গহিন প্রেম নিম্নাচলে ভাসি
সবখানে দেখা পাই তারে,
কান্দে হিয়া বান্দে মন
বিরস মনে অশ্রু ঝরে।।