আষাঢ় এলো তোর ডাকনাম হয়ে।
কতো নামেই যে সবাই ডাকে তোকে!
মৃদুস্বরে বলবো কোনো বাদলা দিনে,
"ভালোবাসায় ছড়িয়ে আছিস হৃদয় জুড়ে।"
বারান্দাতে দাঁড়িয়ে থেকে দেখবো তোকে,
অবাক হয়ে লজ্জাহীনা বলবে লোকে।
ফিরবি ঘরে ক্লান্ত পায়ে বৃষ্টি ছাঁটে,
দুচোখ জুড়ে নামবে প্লাবন তারই সাথে!
মুঠো ভরে আনবি কদম, আনবি চুড়ি।
দেহ ঘিরে থাকবে আমার নীলচে শাড়ি।
সন্ধ্যে ক্ষণে চায়ের কাপে রাগ ভাঙিয়ে,
বর্ষাগীতি গাইবো দুজন সুর মিলিয়ে।
শাওন রাতে শিয়রেতে প্রদীপ রেখে,
মিলন হবে আবছা আলোয় চারটি চোখে।
ক্ষুদ্র কুটির ভাসবে অব্যক্ততার স্রোতে,
শ্লোক রচিবে অচিন কবি প্রেমের সুখে।
অসাধারণ কিছু ভাব ও ভাষা❤️
ReplyDelete