একটানা চলতে চলতে শিখলাম
মধ্যবিত্তের চাইতে আছে
পেতে নেই।
সংসার আছে সুখ নেই
মন আছে বল নেই
খালি নেই আর নেই।
পকেটে ফর্দ আছে
টেঁকে কড়ি নেই।
মরে গেলে প্রিয়জনের
মুখাগ্নি করতে গিয়ে
হাত পাততে হয় পড়শিদের কাছে।
কি অদ্ভুত বেঁচে থাকা
কি জ্বালাময় কলঙ্ক
অবশেষে কোনো এক রাতে
দাড়ি পড়ে এই অধ্যায়ে।
শুভেচ্ছা
ReplyDeleteবাহ
ReplyDelete