ইশকুলে আমি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম
বালিকা, আমার সাথে প্রেম করতে হলে তুমি শিখে নাও
গতির তৃতীয় সূত্র, পিথাগোরাসের উপপাদ্য, আর্কেমিডিসের নীতি।
কেউ যখন আমার প্রেমে পড়ে; আমার জ্বর হয়।
শরীরে জ্বর এলে আমি আঠারো শতকের থার্মোমিটার ব্যবহার করি না,
আমি ঊনিশ-শতকের সিসমোগ্রাফ ব্যবহার করি
এখন নিজেই বানাইছি -খামাপ্রেসমিটার
খামাপ্রেসমিটার কী এটা ভাবার দরকার নেই; আমিই বলছি-
খাঁটি মানবীয় প্রেম সনাক্তকরণ মিটার।
সঙ্গম আমাকে মোটেও টানে না, আমি পুরুষ মৌমাছি
দূরত্ব বলতে বুঝি সামানালাকান্দা থেকে ইয়ামান পেনিনসুলা, প্রেম ও বিজ্ঞান
আর- মাথার উপর ছলনাময়ী আকাশ
এখনো কি আমাকে প্রেম-বিচ্ছেদের ভয় দেখাবে?
(প্রেম ও বিজ্ঞান ।। রহিম উদ্দিন)
পটিয়া, চট্টগ্রাম।