প্রেম ও বিজ্ঞান ।। রহিম উদ্দিন




ইশকুলে আমি বিজ্ঞান বিভাগের  ছাত্র ছিলাম
বালিকা, আমার সাথে প্রেম করতে হলে তুমি শিখে নাও
গতির তৃতীয় সূত্র, পিথাগোরাসের উপপাদ্য, আর্কেমিডিসের নীতি।

কেউ যখন আমার প্রেমে পড়ে; আমার জ্বর হয়।
শরীরে জ্বর এলে আমি আঠারো শতকের থার্মোমিটার ব্যবহার করি না,
আমি ঊনিশ-শতকের সিসমোগ্রাফ ব্যবহার করি
এখন নিজেই বানাইছি -খামাপ্রেসমিটার
খামাপ্রেসমিটার কী এটা ভাবার দরকার নেই; আমিই বলছি-
খাঁটি মানবীয় প্রেম সনাক্তকরণ মিটার।

সঙ্গম আমাকে মোটেও টানে না, আমি পুরুষ মৌমাছি
দূরত্ব বলতে বুঝি সামানালাকান্দা থেকে ইয়ামান পেনিনসুলা, প্রেম ও বিজ্ঞান 
আর- মাথার উপর ছলনাময়ী আকাশ
এখনো কি আমাকে প্রেম-বিচ্ছেদের ভয় দেখাবে?


(প্রেম ও বিজ্ঞান ।।  রহিম উদ্দিন) 
পটিয়া, চট্টগ্রাম। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।