শিশির ভেজা কুয়াশাতে
ঢেকে আছে সব,
আলোর আকাশে আধার নামে
নেই পাখির কলরব।
হার কাঁপানো শীতে সবাই
করে উষ্ণতার খোঁজ,
বরফ গলা হিম শীতলে
পথ শিশুরা কাঁপছে রোজ ।
দিনের শেষে পথ শিশুদের রাখে
না কেউ খোঁজ ,
কোথায় তাদের থাকার জায়গা
কে দেয় পাতে ভোজ ?
দানবীররা দানের ছলে,
সেলফি তুলছে সদা ,
কেউবা আবার শীত বস্ত্রের জন্যে
তুলছে কিছু চাঁদা ।
মানবতার ফেরিওয়ালা করছে
শীত বস্ত্র দান ,
মানবতায় শ্রেষ্ঠ তাড়া
স্বমহিমায় মহান ।
কুয়াশায় ঘেরা শীতল ভুবন
কাঁপছে যেন থরে ,
এই হাড় কাঁপানো শীতে সবাই
চুপসে আছে ঘরে।
(শিশির ভেজা কুয়াশা ।। এমএ বাকীউল ইসলাম )