শীতের পিঠা খেতে এসো
তোমরা মোদের গাঁও
সবুজ শ্যামল ছাঁয়া ঘেরা
গাঁয়ের ছোঁয়া নাও।
ভাপা পুলি পাটিসাপটা
খাবে গুড়ের পায়েস
মুড়ি মুরকী চিতই আছে
আরও কত আয়েস।
মজা করে খাবে যদি
বসো চুলোর পাড়ে,
চারিদিকে ঠান্ডা দেখো
লাগছে শরীর হাঁড়ে
সরষে ক্ষেতে প্রজাপতি
উড়ছে মিলে ডানা,
মনের সুখে উড়ছে দেখো
বাবুই পাখির ছানা
শীতের পিঠা ।। মৃণাল কান্তি সরকার