ভোরের শিশির ।। রেজাউল করিম সাকিব



ভোরের শিশির ভেজা 
রূপালি সাদা কুয়াশায়
মিষ্টি হাসি ফুলেদের, শিশির নামক অলংকারে
হলুদ ফুলে ফসলের মাঠ মেতেছে
হিমেল হাওয়ায় ফুলেদের তরঙ্গে 
উড়ে যায় হলুদ পক্ষি তাদের মিষ্টি কথাতে

নয়নতারা ফুলে শিশিরে ভেজা
মনে হয় কোন এক মায়াবি নয়নের দেখা

রূপালি এই কুয়াশাতে
কৃষকের ক্ষেতে কুমড়া, লাউ, গাজর ফুলে
কৃষকের কত  যত্ন এই ভোরে

টিপটাপ করে পড়া খেজুরের রসে
কলসি পুরে মিষ্টি রসে,রূপালি কুয়াশাতে

এই মধুর ফুলের মাসে
মৌমাছিরা ছুটে মধু নিয়ে মৌচাকে

ভোরের হিমেল হাওয়ায়
অনুনের পাশে মিষ্টি রসের উষ্ণ পিঠা
সাদা রূপালি কুয়াশায় উকি দেয় সূর্যটা
ফসলের মাঠে ফুলে ফুলে ভরা
উড়ে যায় পাখিরা

কত মায়া মাখা এই রূপ
ভোরের শীতের এই গ্রাম বাংলার রূপ

চোখে মুগ্ধতার রূপ, শরীরে চাদুর জড়িয়ে চুপ

বাংলার পাখির গানে গানে
উড়ে ভেড়ায় সাদা কুয়াশারে
শিশির বিন্দু দূর্বাঘাসে পড়ে
যেন মূল্যবান রতন পড়ে রয়েছে

এই গ্রাম বাংলার রূপে।

(ভোরের শিশির ।। রেজাউল করিম সাকিব)

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।