"ঝরে পড়া রক্তিম ফুলের গন্ধ নিয়েছো কখনো?
নাকি আজও গোলাপের সুগন্ধ নিয়েই দিন পার করছো?
সে যাই বলো না কেন, ফুলের বিচ্ছেদ ঘটছে,
গাছ থেকে ডালের দূরত্ব বাড়ছে, আবার ডাল থেকে পাতার,
পরিশেষে ফুলটাকেও দূরত্বের পদধ্বনি শুনতে হচ্ছে!
ফুলেল পরিক্রমায় সবাই ব্যথিত।
কেউ অপরিপক্কতায় ব্যথিত,
কেউবা পরিপক্বতার পরিসমাপ্তিতে ব্যথিত।
বেদনা- সে তো থাকবেই।
তবে তা থাকবে নানান রূপরেখায় জর্জরিত হয়ে।
ফুলের রূপে মুখরিত সেই তুমি
কখনো ঝরাফুলের মর্ম বুঝবে না, জানি।
কারণ?
কারণ, এই ঝরা ফুলের রূপ কেবল আমিই ধরাণ করতে পারি,
আমি নন্দিত নীড়ের নারী।
(সেই আমি ।। সুমাইয়া আক্তার)