MrJazsohanisharma

সেই আমি ।। সুমাইয়া আক্তার


"ঝরে পড়া রক্তিম ফুলের গন্ধ নিয়েছো কখনো?
নাকি আজও গোলাপের সুগন্ধ নিয়েই দিন পার করছো?

সে যাই বলো না কেন, ফুলের বিচ্ছেদ ঘটছে, 
গাছ থেকে ডালের দূরত্ব বাড়ছে, আবার ডাল থেকে পাতার, 
পরিশেষে ফুলটাকেও দূরত্বের পদধ্বনি শুনতে হচ্ছে! 

ফুলেল পরিক্রমায় সবাই ব্যথিত। 
কেউ অপরিপক্কতায় ব্যথিত, 
কেউবা পরিপক্বতার পরিসমাপ্তিতে ব্যথিত।
বেদনা- সে তো থাকবেই।
তবে তা থাকবে নানান রূপরেখায় জর্জরিত হয়ে। 

ফুলের রূপে মুখরিত সেই তুমি 
কখনো ঝরাফুলের মর্ম বুঝবে না, জানি। 
কারণ?
কারণ, এই ঝরা ফুলের রূপ কেবল আমিই ধরাণ করতে পারি, 
আমি নন্দিত নীড়ের নারী।

(সেই আমি ।।  সুমাইয়া আক্তার)

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post