বিশ্বজুড়ে নানান ভাষা
মিষ্টিমধুর বাংলা ভাষা।
মনের আশা ভালোবাসা
প্রকাশে চাই বাংলা ভাষা।
মায়ের মুখের শেখা বুলি
কথা বলি হৃদয় খুলি।
বাংলা বর্ণে গাঁথি মালা
ছন্দে সাজাই গানের ডালা।
রবি ঠাকুর কবি নজরুল
এই ভাষাতেই ফুটালেন ফুল।
জসীম উদ্দীন মধুসূদন
রেখে গেছেন অমূল্য ধন।
হাজার কবি কবিতা গান
লিখে পেলেন অমর প্রাণ।
বিশ্বে আছে যত ভাষা
চতুর্থ এই বাংলা ভাষা।
আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস দিলো বাংলা ভাষা।
জাতিসংঘের দপ্তরে তাই
বাংলা ভাষার স্বীকৃতি চাই।
আমার গর্ব আমার আশা
আমার প্রাণের বাংলা ভাষা।
বাংলা মধুর বাংলা খাসা
চাই না আমি অন্য ভাষা।
পান করে এই ভাষার সুধা
মিটাতে চাই অমর ক্ষুধা।
বাংলা ভাষা ।। নবী হোসেন নবীন
গ্রাম-বাঁশিল,ডাকঘর-কাঠালী
উপজেলা-ভালুকা,ময়মনসিংহ।